HOMEFacebookStudent Login

উদ্দেশ্য

জ্ঞানের পিতা সক্রেটিস থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক দার্শনিক, চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি বর্ণনা করে গেছেন, করছেন। তবে আজও তারা শিক্ষার আসল উদ্দেশ্য নিয়ে কোনো অভিন্ন সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। শিক্ষার উদ্দেশ্য নিয়ে প্রথম আনুষ্ঠানিক বিতর্ক শুরু হয়েছিল প্রাচীন গ্রিসে। এক শ্রেণির দার্শনিকগণ মনে করতেন শিক্ষা অর্থ উপার্জনের হাতিয়ার নয় বরং শিক্ষার উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন। শিক্ষার আসল উদ্দেশ্য কি হওয়া উচিত এ নিয়ে দার্শনিক প্লেটো একটি সুন্দর মন্তব্য করেছেন। তিনি বলেন, শরীর ও আত্মার পরিপূর্ণ বিকাশ ও উন্নতির জন্য যা কিছু প্রয়োজন তার সবই শিক্ষার উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। আরো সহজ ভাষায় বলতে গেলে বলা যায়, শিক্ষার আসল উদ্দেশ্য হওয়া উচিত সেসব গুণাবলীর যথাযথ বিকাশ সাধন যেসকল গুণাবলী নিয়ে একটি শিশু এই পৃথিবীতে আগমন করেছে। অন্যদিকে শুধু পয়সা উপার্জনই শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত নয়। তবে এটা পরোক্ষ উদ্দেশ্য থাকতে পারে। প্রত্যক্ষ বা আসল উদ্দেশ্য হবে জ্ঞানদান ও জ্ঞান আহরণ।

.★একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত★

★ ২৬ মে হতে ১১ জুন, ২০২৪ পর্যন্ত একাদশ শ্রেণীর ভর্তি আবেদন চলবে।

.★একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত★

★ ২৬ মে হতে ১১ জুন, ২০২৪ পর্যন্ত একাদশ শ্রেণীর ভর্তি আবেদন চলবে।

.★একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত★

★ ২৬ মে হতে ১১ জুন, ২০২৪ পর্যন্ত একাদশ শ্রেণীর ভর্তি আবেদন চলবে।

.★একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত★

★ ২৬ মে হতে ১১ জুন, ২০২৪ পর্যন্ত একাদশ শ্রেণীর ভর্তি আবেদন চলবে।





যোগাযোগের ঠিকানা